কলকাতা: রাজ্যপালের (Governor C V Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মাঝে রাজভবনে মোদি। রাজভবন ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মাঝেই রাতে রাজভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার রাতে তাঁর সেখানেই থাকার কথা। লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রচারে বাংলায় এসেছেন মোদি। শুক্রবার তিনটি কেন্দ্রে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজভবনে থেকে শুক্রবার সকালে বর্ধমানের উদ্দেশে রওনা দেবেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মহিলার অভিযোগ, পিস রুম খোলার সময় তাঁর সঙ্গে পরিচয় হয় রাজ্যপালের। সেদিন প্রথম তাঁর সঙ্গে কথা বলেন। মহিলার বায়োডাটাও নেন রাজ্যপাল। আজ নিয়ে ২ দিন নিজের চেম্বারে ডাকেন রাজ্যপাল। মহিলার শরীর স্পর্শ করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগের পিছনে চক্রান্ত দেখছে রাজভবন
এই অভিযোগকে ‘কৌশলী আখ্যান’ বলে বর্ণনা করেন বোস। তিনি বলেন, ভোটের বাজারে কৌশল করে আমার বদনাম করার চেষ্টা করেছে কেউ বা কারা। যাঁরা ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন। কিন্তু দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামবে না।
অন্য খবর দেখুন
