কলকাতা: লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর ইজরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তীব্র নিন্দা করে হুঁশিয়ারির সুরে বলেন, তাঁর দেশ এই ধরনের হামলা সহ্য করবে না। ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ জানান, ইজরায়েলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল (লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে, যা মেনে নেওয়া যায় না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না। এর ফল ভয়ানক হবে।
এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার ওই দেশের এক সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, শুক্রবার রাতে জাবালিয়ার একটি বহুতল অ্যাপার্টম্যান্ট ব্লকে ইজরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এর জেরে অন্তত ২২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৩০ জন। তাছাড়া ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
এক বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ১২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ হাজার ১১৭ জন।
অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছিল হিজবুল্লাহ এবং ইজরায়েল। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে লেবানন থেকে দুটি দ্রোন শনাক্ত করা হয়েছে। একটিকে ধ্বংস করা গেলও অপর একটি দ্রোনের জেরে ফার্জলিয়ার একটি ভবনে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ইজরায়েলে আরও হামলার হুমকিও দিয়েছে হিজবুল্লাহ।