কলকাতা: লেবাননে হিজবুল্লা ইউনিটগুলিতে পেজার বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়েছে সারা দুনিয়ায়। হিজবুল্লা (Hezbollah) গোষ্ঠী এ নিয়ে সরাসরি ইজরায়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে হিজবুল্লাহ দাবি করেছে, তাইওয়ানের কাছ থেকে কেনা পাঁচ হাজার পেজারের ভিতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। যদিও এ বিষয়ে ইজরায়েল (Israel) এখনও পর্যন্ত মুখ খোলেনি।
লেবানানের নিরাপত্তা সূত্র বলছে, ওই পেজারগুলি তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো সংস্থার। সেখান থেকেই পাঁচ হাজার পেজার কিনেছিল হিজবুল্লা। আবার অনেক সূত্র বলছে, চলতি বছর শুরুর দিকেই এই পেজারের চালানটি লেবাননে পৌঁছয়। তবে গোল্ড অ্যাপোলো সংস্থার প্রতিষ্ঠাতা হোসু চিঙ কোয়াং বলেন, ওই পেজাারগুলি তাঁর সংস্থা উৎপাদনই করেনি। তাঁর দাবি, এগুলি তৈরি করেছে ইউরোপিও কোনও একটি প্রতিষ্ঠান। অ্যাপোলো গোল্ডের ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। তবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের গোল্ড সংস্থার থেকে ওই পেজারগুলি কিনেছিল হিজবুল্লা। তবে তার আগেই ওই পেজারগুলিতে কোনও ষড়যন্ত্র করা হয়েছিল। পেজারগুলি ছিল সংস্থার এপি৯২ মডেলের। পাশাপাশি গোল্ড অ্যাপোলো সংস্থার আরও দুটি মডেলের পেজারও ওই চালানে ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সিন্ডিকেটের রাজ কার হাতে থাকবে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙড়ে
এদিকে হিজবুল্লা গোষ্ঠীর ভিতরকার রিপোর্ট বলছে, এই পেজার বিস্ফোরণে তাদের ৮৭৯ জন সৈনিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত ২৯১ জন উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও ১৩১ জন ইরানীয় এবং ৭৯ জন ইয়েমেনের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আর একটা যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
দেখুন আরও অন্যান্য খবর: