ওয়েব ডেস্ক: আগস্টে বাংলাদেশে (Bangladesh) ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর থেকে এক এক করে কেটে গিয়েছে ছ’মাস। এর মাঝে ঘটেছে রাজনৈতিক পালাবদল। প্রধানমন্ত্রী না হলেও একপ্রকার দেশপ্রধানের দায়িত্বে বেশ কয়েকমাস কাটিয়ে ফেলেছেন মহম্মদ ইউনুস (Mohammed Yunus)। কিন্তু তাতেও কি পরিস্থিতি কিছু বদলেছে? হয়তো না। কারণ বিক্ষোভ, আন্দোলন, অশান্তিতে এখনও পুড়ছে বাংলাদেশ।
এরই মাঝে আন্তর্জাতিক রাজনীতিতেও ঘটে গিয়েছে এক বিরাট পালাবদল। বাংলাদেশে অশান্তি শুরুর সময়ে মার্কিন প্রেসিডেন্ট থাকা বাইডেনও নেই হোয়াইট হাউসের ‘হট-সিটে’। এখন তা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দখলে। তিনি ইতিমধ্যে বাংলাদেশের ‘ফান্ড’ বন্ধ করে দিয়েছেন। আর এবার মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে যে বাংলাদেশকে নিয়ে আলোচনা হবে, তা জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তাই দুই দেশের নজর রয়েছে এখন হোয়াইট হাউসের দিকে।
আরও পড়ুন: ১২ ঘন্টায় গ্রেফতার ১,৩০৮! বাংলাদেশে আবার কেন ধরপাকড়?
সোমবার ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে বুধবার তিনি যাবেন আমেরিকায়। সেদিনই তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই বৈঠকে যেমন অভিবাসন নীতি নিয়ে আলোচনা হবে, তেমনই আলোচ্য বিষয়ের মধ্যে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে ঠিক কী আলোচনা হবে, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশ ত্যাগের পর থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রশানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে দেশে ফেরাতে মরিয়া ইউনুস প্রশাসন। কিন্তু ভারতের সঙ্গে কূটনৈতিক সমঝোতা করে সেই কাজ এখনও করে উঠতে পারেনি অন্তর্বর্তী সরকার। তাই ভারতের সঙ্গে সম্পর্কের একটা টানপোড়েন রয়েই গিয়েছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক রয়েছে চর্চার কেন্দ্রে। কারণ, আমেরিকার উপর এখনও যে বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল, তা অস্বীকার করা যায়না।
দেখুন আরও খবর: