নিউইয়র্ক: বৃষ্টি না হলেও ভারত (India) বনাম কানাডা (Canada) ম্যাচ ভেস্তে গেল। মাঠ ভিজে থাকায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন, খেলা হবে না। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেল ভারত। গ্রুপের শেষ ম্যাচ না খেলেই সুপার এইট খেলতে নামবেন রোহিত শর্মারা। ফ্লোরিডায় শুক্রবারও অন্যদের ম্যাচ ভেস্তে গিয়েছিল। মাঠ শোকাতে পারেননি কর্মীরা। শনিবার টি২০ বিশ্বকাপে ভারত-কানাডা ম্যাচেও একই চিত্র।
টস পিছিয়ে যায়। তারপর রাত আটটায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তখনও খেলার মতো পরিস্থিতি ছিল না। ফের তাঁরা রাত ৯ টায় মাঠ পরিদর্শন করেন। তখনও মাঠের কয়েকটা জায়গা ভিজে ছিল। আম্পায়াররা খুশি হননি। এই ম্যাচের আগে সুপার এইটে উঠেছে ভারত। কানাডা ইতিমধ্যে বিদায় নিয়েছে। আম্পায়াররা খেলা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: সুপার এইটে আমেরিকা, বাড়ি ফিরবে পাকিস্তান
আরও খবর দেখুন