skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsকোচ রাহুলের দলে নেতা শিখর

কোচ রাহুলের দলে নেতা শিখর

Follow Us :

নয়া জুটি তৈরি হচ্ছে। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে অধিনায়ক শিখর ধাওয়ান। জুলাই মাসে ভারতীয় দল যাচ্ছে শ্রীলঙ্কা। ৩টি ওয়ান ডে আর টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে দল। এই দলের নেতা হলেন ধাওয়ান। সহকারী হলেন, পেসার ভুবনেশ্বর কুমার। ২০ জনের দল বেছে দিলেন জাতীয় নির্বাচকরা।

আরেকটি জাতীয় দল সেই সময় ইংল্যাণ্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকবে। সেই দলের নেতা – কোচ জুটি হলেন কোহলি – শাস্ত্রী।

শ্রীলঙ্কার জন্য নির্বাচিত ২০ জনের দলে আছেন,
শিখর ধাওয়ান ( অধিনায়ক) , ভুবনেশ্বর কুমার ( সহ – অধিনায়ক ), পৃথ্বী শ, দেভদত্ত পাদিক্কাল, রুতুরাজ গায়কোয়ার, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতীশ রানা, ইশান কিষাণ ( উইকেটকিপার), সঞ্জু স্যামসন ( উইকেটকিপার), যজুবেন্দ্র চাহাল , কে গৌথাম, ক্রুনাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তি, দীপক চাহার, দীপক চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া।

দলের সঙ্গে যাবেন ৫ জন নেট বোলার। তারই মধ্যে আছেন বাংলার প্রতিভাবান পেসার ঈশান পোড়েল। এছাড়া আছেন, সন্দীপ ওয়ারিয়র, অর্ষদীপ সিং, সাই কিশোর এবং সিমার্জিত সিং।

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular