skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: নতুন পালক রাজ্যের মুকুটে, ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভান্ডার...

Mamata Banerjee: নতুন পালক রাজ্যের মুকুটে, ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

Follow Us :

কলকাতা: ফের নতুন পালক রাজ্যের মুকুটে। পুরস্কৃত হল লক্ষ্মীর ভান্ডার। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। শুক্রবার টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১-এ তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। ক্ষমতায় এসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিল। যে সমস্ত মহিলাদের কোনও রোজগার নেই, এই প্রকল্পের মাধ্যমে তাঁদের হাতে ৫০০ টাকা তুলে দেওয়া হয়। শুক্রবার এই প্রকল্পই  পুরস্কৃত হল। এই খবর টুইট করে জানান খোদ মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লেখেন, নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আমি গর্বিত। নারীদের ক্ষমতায়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়েছি। এই স্বীকৃতি শুধু সরকারেরই নয়, পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলাদেরও।

আরও পড়ুন:Death by electrocution: হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা, ছেলে

 

প্রসঙ্গত, চলতি বছরেই শিক্ষাক্ষেত্রে স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। পাশাপাশি পর্যটন দফতর পেয়েছে স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস।

RELATED ARTICLES

Most Popular