skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsDebjani Mukherjee: দেবযানীর মায়ের অভিযোগ ভিত্তিহীন, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সিআইডি

Debjani Mukherjee: দেবযানীর মায়ের অভিযোগ ভিত্তিহীন, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সিআইডি

Follow Us :

কলকাতা: এবার বিস্ফোরক সারদা-কাণ্ডে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়।  সিবিআইকে লেখা এক চিঠিতে শর্বরীর দাবি, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নাম বলার জন্য তাঁর মেয়ে দেবযানীকে চাপ দিচ্ছে সিআইডি। কথা না শুনলে মেয়েকে আরও বেশ কয়েকটি মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে সিআইডি। তবে দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের এই অভিযোগ খারিজ করে দিয়েছে সিআইডি বৃহস্পতিবার সিআইডির তরফে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শর্বরী মুখোপাধ্যায় যে অভিযোগ করছেন তার কোনও ভিত্তি নেই। শর্বরীর চিঠির বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

বুধবার সিবিআইকে একটি চিঠি দিয়ে দেবযানীর মা দাবি করেন, গত ২৩ অগাস্ট সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য জেলে যান অভিজিৎ মুখোপাধ্যায় নামে এক সিআইডি আধিকারিক। তারপর দেবযানীকে তিনি বলেন, তাঁকে শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। সুজন ও শুভেন্দু সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন এমনটাও বলার জন্য দেবযানীকে চাপ দেওয়া হয়। সেই টাকার লেনদেন হয়েছে তাঁর উপস্থিতিতে, এই কথাই বলতে বলা হয়। যদি তিনি এই কথা না শোনেন তাঁকে ৯টি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়াও হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে শর্বরী মুখোপাধ্যায় আরও দাবি করেন, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীকে কখনও সামনাসামনি দেখেননি দেবযানী।

আরও পড়ুন: Mamata Banerjee: তহবিলের টাকা বাড়ি তৈরিতে দিন, বিধায়ক-সাংসদদের নির্দেশ মমতার

দেবযানীর এই অভিযোগ খারিজ করে সিআইডি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৩ অগাস্ট দেবযানীকে জেরা করতে দমদম জেলে সিআইডির এক আধিকারিক গিয়েছিলেন একথা সত্য। সারদাকাণ্ডের মামলায় দেবযানীর সই করা কয়েকটি চেক সিআইডির হাতে আসে। সেই চেকগুলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই দমদম জেলে গিয়েছিলেন সিআইডি আধিকারিক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরকম কোনও চাপ দেওয়া হয়নি। সিআইডির বিরুদ্ধে ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ আনা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular