কলকাতা: ১৪ অগাস্ট আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিবিআইয়ের তলব ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারেননি মীনাক্ষী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে যান বামনেত্রী। মূলত, ১৪ অগাস্ট আরজি করে ভাঙচুড়ের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
এদিন সিজিওতে তাঁর এক আইনজীবীকে নিয়ে পৌঁছন মীনাক্ষী। সিবিআই দফতরে ঢোকার সময় তিনি বলেন, তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল। তাই এসেছি। নির্যাতিতা যাতে বিচার পান, তার জন্য সবরকম সাহায্য করব।
আরও পড়ুন: গোটা আলোচনাটাই হতাশাজনক, কর্মবিরতি চলবে, বললেন ডাক্তারেরা
দেখুন আরও অন্যান্য খবর: