কলকাতা: মেডিক্যালে স্নাতকোত্তর (Postgraduate) পড়তে গেলে নিট পিজিতে (NEET PG) কোনও নম্বর না পেলেও চলবে। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (Medical Counselling Committee) স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় যোগ্যতার মান হিসেবে ধার্য করেছে জিরো পারসেন্টাইল। এর অর্থ হল, শূন্য পেলেও কোনও এমবিবিএস পাশ করা ডাক্তারি পড়ুয়া স্নাতকোত্তরে সুযোগ পাবেন। তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে শূন্য পাওয়া প্রার্থীরাও অংশ নিতে পারবেন।
মেডিক্যাল কাউন্সেলিং কমিটির (Medical Counselling Committee) এমন সিদ্ধান্তে দেশ জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন এর তীব্র নিন্দা করেছে। তাদের মতে, মেডিক্যাল শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার এ এক নির্লজ্জ প্রয়াস। ডিএসও, মেডিক্যাল সার্ভিস সেন্টারের মতো সংগঠনগুলি বিবৃতি দিয়ে এমসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ডিএসও-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, এর ফলে ডাক্তারি শিক্ষার দরজা বেসরকারি ক্ষেত্রের হাতে চলে যাবে। যাদের প্রচুর টাকা আছে, তারাই মেডিক্যাল শিক্ষার সুযোগ পাবে। বেসরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলি কোটি কোটি টাকার মুনাফা পাবে। শুভঙ্কর বলেন, আমরা সমস্ত সংগঠনকে এর বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। না হলে মেডিক্যাল শিক্ষার মান নেমে যাবে।
মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকেরল সুপারিশে এবং জাতীয় মেডিক্যাল কমিশনের অঙ্গুলিহেলনে এমসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে বেসরকারি মেডিক্যাল।কলেজগুলিতে টাকা দিয়ে ঢোকার সুযোগ করে দেওয়া হবে। এর ফলে মেডিক্যাল শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকবে।
বিপ্লব বলেন, নিট (NEET) চালু হওয়ার পর থেকেই আমরা বলছিলাম, এই ব্যবস্থা নিটে দুর্নীতি বন্ধ করা যাবে না। কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, এর ফলে নাকি দুর্নীতি কমবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানাচ্ছি।