কলকাতা: মহালয়ার (Mahalaya) আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুজো উদ্বোধনকে ঘিরে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি পাল্টা প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে।
অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে পুজো উদ্বোধন করলে শাস্ত্রবিরুদ্ধ, তাহলে নরেন্দ্র মোদী কেন রামনবমীর তিন মাস আগে রামমন্দির উদ্বোধন করলেন? সেটা কি দ্বিচারিতা নয়?”
আরও পড়ুন: প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য
তিনি আরও মন্তব্য করেন, “৩ মাস আগে যিনি রামমন্দির উদ্বোধন করেন, তাঁর থেকে বড় হিপোক্রিট কে হতে পারে? শুভেন্দু অধিকারীর যুক্তি অনুযায়ী তো ভারতবর্ষের সবচেয়ে হিন্দু বিরোধী নরেন্দ্র মোদী। আগে তার ব্যাখ্যা দিন, তারপর মমতাকে নিয়ে প্রশ্ন করুন।”
উল্লেখ্য, মহালয়ার আগের দিন থেকে দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন নিয়ে বিরোধীরা সরব হলেও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করেছেন তিনি মণ্ডপসজ্জার উদ্বোধন করছেন, পুজো শুরু নয়।
দেখুন আরও খবর: