skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাদক্ষিণেশ্বর স্টেশনে এক্সপ্রেস ট্রেনে বোমাতঙ্ক!
Jammu Tawi Express

দক্ষিণেশ্বর স্টেশনে এক্সপ্রেস ট্রেনে বোমাতঙ্ক!

ট্রেনের কামরা থেকে পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছে

Follow Us :

কলকাতা: জম্মু তাওয়াই থেকে শিয়ালদহগামী কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেসে (Jammu Tawi) পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে (Dakshineshwar Railway Station)। শুক্রবার বিকেল ৪টে নাগাদ ট্রেনটি দক্ষিণেশ্বরে স্টেশনে ঢোকার পর থামিয়ে দেওয়া হয়। প্রায় আধঘণ্টার উপরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকে। বিরক্ত যাত্রীরা নেমে খোঁজখবর করতেই রেলের তরফ থেকে জানা যায়, স্লিপার কোচ (S-8) একটি পরিত্যক্ত কালো ব্যাগকে ঘিরে ধরে আতঙ্ক ছড়িয়েছে। মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেওয়া হয়। এরপর স্নিফার ডগ, বম্ব স্কোয়াড এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ-এর (RPF) শীর্ষ আধিকারিকরাও।

আরও পড়ুন: নিটের প্রশ্ন-ফাঁসে কলকাতা যোগ, গঙ্গানগর থেকে ছাপাখানার মালিক ধৃত

জম্মু তাওয়াই এক্সপ্রেসের গার্ড তাপসকুমার কুন্ডু জানান, ট্রেনটি বুধবার রাত ৮:৩০ মিনিটে ছেড়েছিল। শিয়ালদহ (Sealdah) ঢোকার আগেই আমাকে জানানো হয় যে এই ট্রেনের ওই নির্দিষ্ট কামরায় লাল রঙের ব্যাগ আছে এবং ট্রেনটিকে যাতে আর এগিয়ে না নিয়ে যাওয়া হয়। ব্যাগটির ভিতর থেকে টিকটিক আওয়াজ হচ্ছিল আর তাতেই আতঙ্ক ছড়ায়।

এদিকে দক্ষিণেশ্বরে শিয়ালদহ জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার কারণে ডাউন প্ল্যাটফর্মে পরপর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ থামার পর তাঁরা রেলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে জানতে পারেন যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটিকে আপাতত থামানো হয়েছে। পরে জানা যায়, ট্রেনের কামরা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছে এবং সেই ব্যাগের ভিতর থেকে টিকটিক আওয়াজ বেরোয়। তা দেখেই মনে করা হচ্ছে ওই ব্যাগের মধ্যে কিছু থাকতে পারে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular