কলকাতা: আরজি করে (RG Kar Incident) প্রাক্তন অধ্যক্ষ কী মেডিক্যাল মাফিয়া। কারণ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)বিরুদ্ধে মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন, একের পর এক অভিযোগ উঠেছে। সন্দীপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তাঁর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে টালা থানায় গেলেও, পুলিশ এফআইআর করেনি। পুলিশের দাবি, আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই SIT গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, তাই এখন FIR করা যাবে না, শুধুমাত্র লিখিত অভিযোগ নেওয়া হয়।
আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বেশ কয়েকদিন ধরেই টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আখতার আলির দাবি, বেআইনি আর্থিক লেনদেনে সন্দীপ যুক্ত। শুধু তাই নয় হাসপাতালের বেওয়ারিশ লাশ পাচারের সঙ্গেও যুক্ত সে। এমনকী পড়ুয়াদের নম্বর বাড়ানোর বদলে ঘুষও নিতেন বলে অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। হাসপাতালের চিকিৎসা বর্জ্র্য বা বায়ো মেডিক্যাল ওয়েস্টও বাইরে বিক্রি করতেন সন্দীপ! নিজের অতিরিক্ত নিরাপত্তরক্ষীদের কাছে সেই সব সামগ্রী বিক্রি করতেন তিনি! হাসপাতালের চিকিৎসার সরঞ্জাম বাংলাদেশে পাচার করত সন্দীপ।
আরও পড়ুন: শিয়ালদার কাছে ভাড়া বাড়ি থেকে শুরু আরজি কর হাসপাতালের যাত্রা
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে মামলা দায়ের করেন আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন।
অন্য খবর দেখুন