কলকাতা: বুধবার গভীর রাতে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) হামলা চালায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর থেকেই গুজব ছড়াতে থাকে, তরুণী চিকিৎসককে যেখানে ধর্ষণ ও খুন করা হয়েছিল, সেই সেমিনার হল এবং সংলগ্ন তলে ভাঙচুর করা হয়েছে। প্রমাণাদি লোপাটের তত্ত্বও এই গুজবে জোরালো হয়ে ওঠে। কিন্তু সেমিনার হলে (Seminar Hall) ভাঙচুরের আঁচই লাগেনি। ওই তলা পর্যন্ত পৌঁছতেই পারেনি দুষ্কৃতীরা।
কলকাতা টিভির প্রতিনিধি একেবারে অকুস্থলে পৌঁছে গিয়েছিলেন। কোনওরকম প্রমাণ বা সূত্র যাতে নষ্ট না হয়, তদন্তে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়েছিল কলকাতা টিভির প্রতিনিধি দল। কলকাতা টিভির ক্যামেরায় ভাঙচুরের কোনও চিহ্ন ধরা পড়েনি।
আরও পড়ুন: অপরাধীদের সন্ধান চাই, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার
এদিকে, দুষ্কৃতীদের তাণ্ডবের আঁচ চারতলার সেমিনার হলে পড়েছিল কি না তা লালবাজারের কাছে জানতে চেয়েছিল সিবিআই। লালবাজার জানিয়েছে, বুধবার রাতের ঘটনাট ক্ষতিগ্রস্ত হয়েছে তিনতলা পর্যন্ত। হামলাকারীরা চারতলায় পৌঁছতে পারেনি, ফলে অক্ষত রয়েছে সেমিনার হল। প্রসঙ্গত, বৃহস্পতিবার আরজি করে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সেমিনার হলেও যান।
চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওষুধের স্টোররুম। হামলা চলে হাসপাতালের বাইরেও। ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়ি, চিকিৎসককে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও।
দেখুন সেই ভিডিও: