কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Protest) বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দিয়ে পথে নামছে নাগরিক সমাজ। বুধবার রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিন আরজি করের আন্দোলনে যোগ দিচ্ছে নির্যাতিতার পরিবারও। তার পোহালেই সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি। তার আগেই এই ঘটনায় সরব তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। রত দখলের আগেই সুখেন্দুর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। সাধারণ মানুষকে মনে করিয়ে দিলেন মৌলিক অধিকারের কথা। নিজের এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর লিখেছেন, রাতের দখল নেওয়ার পাশাপাশি ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ কে মনে রাখবেন। সেখানে উল্লেখ রয়েছে, নাগরিকদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকারও চাই।
আরও পড়ুন:
উত্তরবঙ্গ মেডিক্যালে ‘থ্রেট কালচার’, ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ
সিবিআই এই ঘটনার তদন্ত করতে প্রায় ২২ দিন লাগিয়ে দিল। তারপরও কোনও নতুন তথ্য বের করতে পারেনি। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এবার আবার রাত দখলের ডাক দিয়েছে চিকিৎসকরা। এই পরিস্থিতিতে এবার মৌলিক অধিকার বুঝে নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সাংসদ। তিনি লিখলেন, রাত দখলের সঙ্গেই বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। এর আগেও আরজি কর আস্য্ুতে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদকে। প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন তিনি।
অন্য খবর দেখুন