কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার আট ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সেতুতে কোনও যান চলাচল করা যাবে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সেতু বন্ধের কারণে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী বহু যাত্রী ও গাড়িচালকদের অসুবিধার মুখে পড়তে হতে পারে। বিশেষত অফিসগামী ও জরুরি পরিষেবা ব্যবহারকারীদের আগে থেকেই রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। সেতু বন্ধের সময় বিকল্প রুট হিসেবে হাওড়া ব্রিজ ও নতুন উড়ালপুল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আচমকা বন্ধ ব্লু লাইনের মেট্রো পরিষেবা! কেন?
বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ প্রতি বছরই পর্যায়ক্রমে করা হয়। ভারবহন ক্ষমতা, তারের অবস্থা, লোড বিয়ারিং প্লেট— সবকিছু সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতেই এমন পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষের দাবি, সময়মতো এই কাজ না হলে সেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
আগামী রবিবারের এই রক্ষণাবেক্ষণে একাধিক দফায় পরিকাঠামো পর্যালোচনা, মেরামতি, পরিষ্কার ও সেফটি চেক করা হবে। বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই এলাকাটি পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
যাত্রীদের অসুবিধা কমানোর জন্য কলকাতা ও হাওড়া ট্রাফিক পুলিশ যৌথভাবে বিশেষ নজরদারি চালাবে। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল, মোড় ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে বলে সূত্রের খবর।
দেখুন আরও খবর:







