কলকাতা: শুক্রবার সকালে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালের বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। গত ২৪-২৫ জুন লোকসভায় শপথগ্রহণের পর তিনি বিদেশে চলে যান চোখের চিকিৎসার জন্য।
রবিবার ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস। ইতিমধ্যে জেলা থেকে কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছেন। বিদেশে থাকায় অভিষেক ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল তৃণমূলের অন্দরে। শুক্রবার সেনাপতি শহরে ফিরতেই রবিবারের সভায় তাঁর থাকার সম্ভাবনা আরও বেড়েছে। তৃণমূল সূত্রের দাবি, রবিবার মঞ্চে থাকবেন তিনি, ভাষণও দেবেন।
আরও পড়ুন: তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি কৃষ্ণনগরে
এদিকে তৃণমূল সূত্রে খবর, রবিবারের সভায় বেশকিছু চমকও থাকছে। উত্তরবঙ্গের দুই বিজেপি বিধায়ক ঘাসফুলে যোগদান করতে পারেন। সেইসঙ্গে পাহাড়ের এক বিজেপি বিধায়কের সঙ্গেও তৃণমূলের প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
উল্লেখ্য, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর গত জুন মাসে অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে চিকিৎসার জন্য রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছেন বলে জানান। পাশাপাশি তাঁর পোস্টে স্পষ্ট ছিল, শুধুমাত্র সংগঠন নিয়ে ২০২৬-এর বিধানসভা ভোট জেতা সহজ হবে না। সরকারি কাজে একশ্রেণির মন্ত্রী-আমলাদের ঢিলেমি নিয়ে অভিষেকের যে অসন্তোষ রয়েছে, তাঁর ওই পোস্টে স্পষ্ট ছিল। অভিষেকের বক্তব্য ছিল, ২০২৬ সালে বিধানসভা ভোটে জয় পেতে গেলে প্রয়োজন প্রশাসনিক সংস্কার। তার জন্য যে মন্ত্রী এবং আমলারা ঠিকমতো কাজ করতে পারছেন না, তাঁদের সরিয়ে দেওয়া হোক।
দেখুন আরও অন্যান্য খবর: