নদিয়া: তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে। পুলিশ জানিয়েছে, আহত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ।
অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। একটি গুলি তাঁর পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা, পেশায় তিনি মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করেন। এদিন সকালে গোয়াড়ি বাজারের একটি আরতে মাছ কিনতে যান। তখন তাঁর কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হওয়ায় আগ্নেয় অস্ত্র দিয়ে তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁর কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে আটক যুবককে উদ্ধার করে বাড়ি ফেরাল পুলিশ
পাশাপাশি তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তার দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করেও দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও গুলি তাঁর গায়ে লাগেনি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনার পর থেকেই ওই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: