মুর্শিদাবাদ ঃ মুর্শিদাবাদে ফের উদ্ধার বোমা (Bomb)। বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের (Murshidabad) রাণীনগরে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বোমা (Bomb) উদ্ধারের ঘটনা ঘিরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)।
আজ সকালে মুর্শিদাবাদের (Murshidabad) রাণীনগরে উদ্ধার হয় বালতি ভর্তি সকেট বোমা (Bomb) । বোমা প্রথমে নজরে আসে স্থানীয়দের। বোমা (Bomb) উদ্ধারের কথা সামনে আসার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ (Police)।
আরও পড়ুন: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাতেও ব্যালট পেপার
পুলিশ (Police) সূত্রে খবর, মুর্শিদাবাদের (Murshidabad)রাণীনগর থানার বাবুলতলী ইটভাটার পাশের একটি আমবাগান থেকে বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়। ঘটনার জেরে অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই কথাই মাথায় রেখে ঘটনাস্থল ঘিরে রাখা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকেও।
বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। কে বা কারা বোমা রাখল ইটভাটায় তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা। ঘটনার পিছনে রাজনৈতিক হিংসা রয়েছে নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর: