স্ত্রীর সঙ্গে অশান্তি। আর তার জেরে দুই বছরের ছেলেকে তিন তলার ব্যালকনি থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি নিজেও ঝাঁপ দেন ব্যালকনি (Balcony) থেকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কালকাজি (Kalkaji) এলাকায়। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে গত কয়েক মাস ধরে মান সিংহ এবং তাঁর স্ত্রী পূজা আলাদা থাকছিলেন। আলাদা হয়ে যাওয়ার পর পূজা দুই সন্তানকে নিয়ে কালকাজিতে ঠাকুমার বাড়িতে চলে এসেছিলেন।
শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর ঠাকুমার (Grandmother) কালকাজির বাড়িতে দেখা করতে এসেছিলেন মান সিংহ। প্রত্যক্ষদর্শীদের (Eyewitness) দাবি, মান সিংহ ওই বাড়িতে আসার পর তাঁদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়। দুই জনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটির মাঝে আচমকাই দু”বছরের ছেলেকে কোলে তুলে নেন মান সিংহ এবং সোজা ব্যালকনির দিকে ছুটে যান। আভিযোগ, তার পরই রাগের বশে ছেলেকে ২১ ফুট উঁচু থেকে নীচে ছুড়ে ফেলে দেন। তার পর নিজেও ঝাঁপ দেন।
ওই সময় আচমকা ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মান সিংহ এবং কিছুটা দূরে পড়ে ছিল দুই বছরের শিশু (Child)। সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ এসে মান সিংহ এবং তাঁর ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। পূজার ঠাকুমার অভিযোগ, মান সিংহ মত্ত অবস্থায় তাঁর বাড়িতে এসেছিলেন। মান সিংহের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাবা এবং ছেলে দুজনেই আপাতত এইমসে (AIIMS)চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁদের দুজনের অবস্থা সঙ্কটজনক। তদন্ত শুরু হয়েছে।