মুম্বই: আশঙ্কাই সত্যি হল। আইপিএল (IPL) থেকে আগেই ছিটকে গিয়েছিলেন, এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) থেকেও ছিটকে গেলেন কে এল রাহুল (KL Rahul)। শুক্রবার ইনস্টাগ্রামে সে কথাই জানান তিনি। রাহুল লেখেন, প্রচণ্ড হতাশ কারণ পরের মাসে ওভালে টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে থাকতে পারব না। নীল জার্সিতে ফিরে আসতে এবং দেশকে সাহায্য করতে যা করার সব করব। ডান হাতি ব্যাটার এও জানিয়েছেন, চোট সারাতে তাঁর অস্ত্রোপচার করাতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যাচের দ্বিতীয় ওভারে বল তাড়া করতে গিয়ে ডান পায়ের টেন্ডনে চোট পেয়েছিলেন রাহুল। দৌড়নোর ক্ষমতা ছিল না তাঁর, ব্যাট করতে নামেন ১১ নম্বরে। বল ব্যাটে লাগালেও রান নিতে পারেননি তিনি। সেই ম্যাচ ১৮ রানে হেরে যায় রাহুলের লখনউ। অবশ্য তাঁর চোটের খবর চাপা পড়ে গিয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলায়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে এস ভরতের (KS Bharat) সঙ্গে উইকেটকিপার হিসেবে রাহুলকে জুড়ে দিয়েছিল বিসিসিআই (BCCI)। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরতের কিপিং এবং ব্যাটিং দেখে ভরসা হয়নি, সে কারণেই এই সিদ্ধান্ত। এবার রাহুলের অনুপস্থিতিতে নিশ্চিতভাবে ডাক পাওয়া উচিত ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)। তাঁর থেকে যোগ্য কোনও ব্যক্তির নাম এই মুহূর্তে মনে আসছে না।
আরও পড়ুন: Virat Kohli | Harbhajan Singh | বিরাটকে ফের টেস্টের ক্যাপ্টেন করা মানে পিছিয়ে যাওয়া, মত ভাজ্জির
টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছিলেন, রাহুল না থাকলে কিপার হিসেবে অটোম্যাটিক চয়েস ঋদ্ধিমান সাহা। ইংল্যান্ডের ওভালে গ্লাভস হাতে তাঁরই দাঁড়ানো উচিত। সুইঙ্গিং কন্ডিশনে দস্তানা হাতে সামাল দেওয়া ভরতের কম্ম নয়, অন্তত এখন তো নয়ই। গুজরাত টাইটান্সে ঋদ্ধির দলেই রয়েছেন ভরত, কিন্তু খেলছেন ঋদ্ধিই।
শাস্ত্রীয় মত বাংলার পাপালির পক্ষে থাকলেও, অন্য নামও ভাসছে। যেমন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং সরফরাজ খান। শেষ দুজন কিপিং করেন। বিসিসিআই পিছনে নয় সামনের দিকে তাকাতে চায়, এই যুক্তিতে এদের খেলাতেই পারে। কিন্তু এদিকে অজিঙ্ক্য রাহানেকে খেলানো হচ্ছে, দ্বিচারিতা স্পষ্ট। রাহুলকে সুযোগ দেওয়াও কম আশ্চর্যজনক সিদ্ধান্ত নয়। খারাপ ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। ওপেনে তা৬র জায়গা কেড়ে নিয়েছেন শুভমান গিল। আইপিএলেও জঘন্য ফর্মে ছিলেন রাহুল। তা সত্ত্বেও তাঁকে স্কোয়াডে নেওয়া হয়। যাইহোক, রাহুলের জায়গায় কাকে নেওয়া হয় সেটাই এখন দেখার।