নিউইয়র্ক: ম্যাডোনা (Madona)। এই নামটি শুনলেই মন দোলা দে্য়। প্রায় চার দশক ধরে তামাম বিশ্ববাসীকে তাঁর গানে মোহিত করে রেখেছেন। শুধু গান নয় একজন কমপ্লিট পারফর্মারের (Performer) কথা বললেই তাঁর নাম সবার সামনে ভাসে। সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) ইঙ্গিত দিয়েছিলেন তিনি, বড় কিছু ঘোষণা করতে চলেছেন। অবশেষ এল সুসংবাদ-তাঁর চার দশকের সুপার হিট কেরিয়ার উপলক্ষে সারা বিশ্বজুড়ে পারফর্ম করবেন। শুরুটা হবে নিউইয়র্ক দিয়ে। কারণ, সেখানেই তাঁর কেরিয়ারের জার্নি (Journey) শুরু হয়েছিল। নিউইয়র্ককে (NewYork) তাঁর ওই মিউজিক ট্যুরে (Music Tour) বিশেষ সম্মান জানানো হবে। লাতিন আমেরিকার (Latin America) একাধিক দেশেও প্রোগ্রাম করবেন তিনি।
ওই প্রোগ্রামের নাম ম্যাডোনা-দ্য সেলিব্রেশন ট্যুর “Madonna: The Celebration Tour”। যাকে তিনি বলছেন মিজক ট্যুর (Music Tour)। ১৫ জুলাই ভ্যাঙ্কুভারে ট্যুর শুরু হবে। ৩৫টি শহর ঘুরবেন তিনি। ১ ডিসেম্বর যাবেন আমস্টারডাম। ইউরোপের (Europe) বিভিন্ন দেশে প্রোগ্রাম করবেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, আমার ভক্তদের কাছে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই। সম্প্রতি তাঁকে একটি ভিডিওতে দেখা গিয়েছে, ডিজে ডিপলো, ডিরেক্টর জাড আপাত, অ্যাক্টর, কমেডিয়ান অ্যামি স্কামার তাঁর সঙ্গে্ ট্রুথ ও ডেয়ার খেলছেন।
আরও পড়ুন: Worlds Oldest Sister Andre Passes Away: বিশ্বের প্রবীণতম সিস্টার আন্দ্রে প্রয়াত ১১৮ বছরে
জাস্টিফাই মাই লাভ (Justift My Love), লাইক অ্যা প্রেয়ার (Like a Prayer) খ্যাত ম্যাডোনা ওই মিউজিক ট্যুরে দর্শকদের জন্য নতুন কোনও গান নিয়ে আসেন কি না তার দিকে তাকিয়ে রয়েছেন দর্শকরা। সর্বকালের সেরা জনপ্রিয় সঙ্গীত শিল্পীও তাঁকে বলে থাকেন অনেকে। ম্যাডোনা এর আগেও বিভিন্ন সময় ট্যুর করেছেন। তবে সবই করোনা পর্বের আগে। করোনা পর্ব মেটার পর এটাই প্রথম । তাও বিশেষ উপলক্ষে। স্বভাবতই তাঁর ভক্তরা উত্তেজনায় ফুটছেন। তাঁরা অপেক্ষা করে আছেন প্রিয় সঙ্গীত শিল্পীকে সামনে থেকে্ একবার দেখবেন। তাঁর গান শুনবেন। তাঁর পারফর্ম্যান্সে (Performance) মুগ্ধ হবেন।