ইস্তানবুল: তুরস্ক ও সিরিয়ায় (Turkey) ভয়াবহ ভূকম্পে (Earthquake) এখনও পর্যন্ত নিহত ৫৩০। আরও বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা। কারণ, রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৭.৮। দক্ষিণ তুরস্কের প্রাদেশিক গভর্নর সোমবার জানিয়েছেন, ভয়ঙ্কর কাঁপুনিতে নড়ে ওঠে গোটা এলাকা। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘরবাড়ি। আজ, সোমবার ভোর সওয়া ৪টে নাগাদ ভূমিকম্প হয়। ভূস্তরের ১৭.৯ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
প্রথম ভূমিকম্পের মাত্র ১৫ মিনিটের মধ্যে ফের আফটার শকে কেঁপে ওঠে। যার তীব্রতা ৬.৭। এরকম মোট ৪০টি আফটার শক হয়েছে। অধিকৃত সিরিয়ার (Syria) সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের জেরে সুদূর সাইপ্রাস ও মিশরেও কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি শহরের বহুতলগুলি ঝুরঝুর করে ধসে পড়ে মাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখন রাতের গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন নাগরিকরা। তাই প্রবল ভূমিকম্পে কেউ পালানোর বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগটুকু পাননি। আপৎকালীন পরিস্থিতি হিসেবে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত প্রাণের খোঁজ চলছে। যদিও কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন: Tripura Assembly Election 2023: আজ ত্রিপুরা যাচ্ছেন মমতা-অভিষেক, ঝড় তুলবেন প্রচারে
টিভিতে দেখা যাচ্ছে, বরফের মধ্যে মানুষজন পাজামা ও সাধারণ পোশাকে রাস্তার উপর দাঁড়িয়ে কাঁপছেন। ধ্বংসস্তূপের চারধারে শুধু হাহাকার ও বুক ফাটা কান্নার শব্দ। প্রায় এক শতাব্দীর মধ্যে এরকম ভূমিকম্প তুরস্ক চোখে দেখেনি। দেশের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান টুইটে বলেছেন, ভূমিকম্পে যাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমরা আশা করি, সকলে মিলে এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।
দক্ষিণ তুরস্কের বেশ কয়েকটি শহরের বহুতল ধুলোয় মিশে গিয়েছে। প্রভাব পড়েছে প্রতিবেশী সিরিয়াতেও। সিরিয়ার ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ জানিয়েছেন, এই ভূমিকম্প ইতিহাসে কখনও ঘটেনি। দেশের ভূ-বিজ্ঞানীরা সরকারকে অবিলম্বে বাঁধ পরিদর্শনের সুপারিশ করেছেন। কেননা ভূমিকম্পের ফলে বাঁধে ফাটল ধরলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।