HomeকলকাতাTripura Assembly Election 2023: আজ ত্রিপুরা যাচ্ছেন মমতা-অভিষেক, ঝড় তুলবেন প্রচারে

Tripura Assembly Election 2023: আজ ত্রিপুরা যাচ্ছেন মমতা-অভিষেক, ঝড় তুলবেন প্রচারে

Follow Us :

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023)। তার আগে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের সমর্থনে প্রচারে আজ ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দু’দিনের সফরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার, রোড শোয়ের পাশাপাশি ত্রিপুরায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিকেলে ত্রিপুরেশ্বরী মন্দিরে (Tripura Sundari Temple) পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আগরতলায় (Agartala) ফিরবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সকালে দলীয় প্রার্থীদের সমর্থনে বর্ণাঢ্য রোড শো। গোটা আগরতলা শহরে প্রায় ৮ কিলোমিটার হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই রোড শোকে ঘিরে আগরতলা শহর সেজে উঠেছে। রোড শোয়ের পরে নির্বাচনী প্রচারে একটি জনসভা হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: আজ মমতাকে ডিলিট দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

ইতিমধ্যেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহারে ত্রিপুরায় শিল্প, কর্মসংস্থান এবং স্বাস্থ্যের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের ঠিক দশ দিন আগে প্রচারে দলনেত্রীর উপস্থিতি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস শিবিরকে যথেষ্ট উৎসাহ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

RELATED ARTICLES

Most Popular