কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার যাদবপুর নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন এমনটাই জানালেন, প্রধানবিচার বিচারপতি টিএস শিবজ্ঞানম। পাশাপাশি, জরুরি ভিত্তিতে আবেদন খারিজ করেছেন প্রধান বিচারপতি।
এদিন রাজ্যের তরফে আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞনমের বক্তব্য, “আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের ৷ রাজ্য পুলিশ সামলাবে ।”
জবাবে সরকারি আইনজীবী বলেন, “বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ গেটের মুখে তাদের নিরাপত্তারক্ষী দাঁড় করিয়ে রেখেছে ৷ যারা রাজ্য পুলিশকে ভিতরে ঢুকতে দিচ্ছে না ৷” পাল্টা বিচারপতির প্রশ্ন “তাহলে আপনি কী চাইছেন, সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেব, ডাকব ? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, তারা কী করবে, না-করবে ৷ একটা ঝামেলা হয়েছে ৷ সংবাদপত্রে দেখলাম, তা অনেকটাই মিটেছে ৷ স্টুডেন্টরা আক্রন্ত হয়েছেন ৷ মিডিয়াতে কথা বলছে ৷ কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।”
আরও পড়ুন: সোনার দামে বিরাট বদল! দাম পড়ল ২২ ক্যারট হলুদ ধাতুর
আইনজীবী বলেন, “তা নয় ৷ প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে যদি বিশ্ববিদ্যালয়ে না-আসেন, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে । বিশ্ববিদ্যালয় অকেজো করে দেওয়া হবে ৷ এদিকে উপাচার্য তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি ৷ বিশ্ববিদ্যালয়ের গেটের দায়িত্ব রাজ্য পুলিশের উপর দেওয়া হোক ৷”
বিচারপতি নিজের বক্তব্যে অনড় থেকে বলেন, “বিশ্ববিদ্যালয় ইউজিসি-র নির্দিষ্ট রুলে চলে ৷ আদালত কি বিশ্ববিদ্যালয়কে বলতে পারে, তুমি গেটের চাবিটা এখন তৃতীয়পক্ষ কাউকে দাও ৷ আবার সন্ধেবেলা ফেরত নিয়ে নিও ৷ ভালো হয় তৃতীয়পক্ষ সেখানে হস্তক্ষেপ না-করলে ৷ কারণ, ওঁরা সবাই ছাত্রছাত্রী ৷ সমস্যা নিজে থেকেই মিটে যাবে বলে আমার মনে হয় ৷”
দেখুন আরও খবর: