বেঙ্গালুরু: গত ১৮ মাস ধরে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সাদা বলের ক্রিকেটে যতগুলি ম্যাচ খেলেছেন, সবকটিতেই নিজের ছাপ ফেলার চেষ্টা করেছেন তিনি। ফলস্বরূপ এবারে বোধহয় সুযোগ আসতে চলেছে টেস্ট ক্রিকেটেও। সম্প্রতি সূর্যকুমারের একটি ইনস্টা পোস্ট সেই বিষয়ে জানান দিচ্ছে। একটা সাদা তোয়ালের ওপর লাল বল রেখে লিখেছেন ‘হ্যালো ফ্রেন্ডস’। এতেই বেড়েছে জল্পনা। তাহলে কি নাগপুরে প্রথম টেস্টে দেখা যাবে ভারতীয় দলে দেখা যাবে সূর্যকুমারকে? ভারতীয় কোচ এবং অধিনায়কের থেকে কি কোনও বার্তা দেওয়া হয়েছে সূর্যকুমারকে? আর এরজন্যই কি সূর্যকুমার যাদবের সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট!
ভারতের হয়ে এখনও পর্যন্ত ২০টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। টেস্টে এখনও অভিষেক হয়নি তাঁর।
তবে ভারতীয় টেস্ট দলে প্রথম পাঁচটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। শুরুতে ওপেন করতে নামবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তিন এবং চার নম্বরে খেলবেন যথাক্রমে চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। পাঁচ নম্বরে নামবেন লোকেশ রাহুল। তার পর ছয় নম্বরে আসতে পারেন সূর্যকুমার। তার পর আসবেন রবীন্দ্র জাডেজা, উইকেটরক্ষক এবং বোলাররা। সূর্যকুমারকে দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে রাহুলের সঙ্গে।
আরও পড়ুন: Former Cricketer Vinod Kambli is Booked: স্ত্রীকে মারধরের অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে সম্ভবত খেলছেন না অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড (Josh Hazlewood)। সেক্ষেত্রে দলে আসতে পারেন অনভিজ্ঞ স্কট বোল্যান্ড।দক্ষিণ আফ্রিকা (South Africa) বনাম অস্ট্রেলিয়া (Australia) টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান হ্যাজলউড (Josh Hazlewood)। সেই চোটকে প্রথমে কোনও গুরুত্বই দিতে চাননি তিনি। সেই চোটই এখন ভোগাচ্ছে এই অজি বোলারকে। বেঙ্গালুরুতে চলা অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে বল করতে গেলেই পায়ে টান লাগছে হ্যাজেলউডের। ব্যাট করতে গেলে অবশ্য সমস্যা হচ্ছে না। পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় প্রয়োজন।