Thursday, July 3, 2025
Homeলাইফস্টাইলBiswa Bangla Sharad Samman: বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২-এর আবেদনপত্র দেওয়া শুরু

Biswa Bangla Sharad Samman: বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২-এর আবেদনপত্র দেওয়া শুরু

Follow Us :

কলকাতা: ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২’-এর (Biswa Bangla Sharad Samman) আবেদনপত্র তোলা ও জমা নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার৷ ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে আবেদনপত্র দেওয়ার কাজ শুরু হল৷ আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে আবেদনপত্র৷ তবে এই সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহী পুজো কমিটিগুলিকে৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবে আবেদনপত্র তোলা ও জমা করা যাবে৷ জেলার পুজোর ক্ষেত্রে আবেদনপত্র জেলা অথবা মহকুমা তথ্য সংস্কৃতি দফতর থেকে সংগ্রহ করা যাবে এবং সেখানেই জমা দিতে হবে৷

শারোদৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া চালু করেছে রাজ্য সরকার৷ এবছরও কলকাতা ও সংলগ্ন এলাকা, অন্যান্য সকল জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে “বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২২’ দেওয়া হবে৷ এবছর কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম, বরানগর, বিধাননগর পুর এলাকার পুজোগুলোকে মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হবে৷ বিভাগগুলি হল, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিরা থাকবেন বিচারকমণ্ডলীতে৷ বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে তারা ফল ঘোষণা করবেন ১ অক্টোবর ষষ্ঠীতে৷

কলকাতা ছাড়া বাকি ২২ টি জেলায় যে সকল বিষয়ে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২২’ প্রদান করা হবে সেগুলো হল সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। জেলার নির্বাচিত পুজো কমিটিগুলির নাম ও আগামী ১ অক্টোবর, ২০২২-এ জেলায় জেলায় ঘোষণা করা হবে৷ বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট ও মেনে হয় না, সপ্তাহান্তে হয়ে থাকে। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরে পুজোগুলি অনলাইনে আবেদনের ভিত্তিতে সেরা পুজো বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ পুরস্কারে ভূষিত করা হবে৷ 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39