Thursday, July 3, 2025
Homeলাইফস্টাইলLaxmi Puja & Price hike: অগ্নিমূল্য লক্ষ্মীপুজোর বাজার, মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত...

Laxmi Puja & Price hike: অগ্নিমূল্য লক্ষ্মীপুজোর বাজার, মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত  

Follow Us :

পর পর দু’বছর করোনা আবহে এক প্রকার নমো নমো করেই লক্ষ্মীপুজো করেছিল বাঙালি। খামখেয়ালি বৃষ্টির চোখরাঙানি ছাড়া ভালো ভাবেই কেটেছে দুর্গাপুজো। তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঘটা করে পুজো করার সাধ নিয়ে আশায় বুক বেঁধেছে অনেকেই। কিন্তু লক্ষ্মীপুজোর ঠিক মুখে ফলমূল, সবজির দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় মাথায় হাত আম বাঙালির। যদিও দুর্গাপুজোর আগে থেকেই বাড়তে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে হাতে গরম ছ্যাঁকা লাগছে সাধারণ গৃহস্থের। অনেকেই বাধ্য হচ্ছেন পুজোর ফর্দে বেশ কিছু কাটছাঁট করতে। পুজোর জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে।

এক নজরে দেখা নেওয়া যাক ফল ও সবজির বাজার দর-

জ্যোতি আলু- ৩০-৩২ টাকা/ কিলো
চন্দ্রমুখী আলু- ৪৫ টাকা/ কিলো
আদা- ১০০ টাকা/ কিলো
উচ্ছে- ৩০ টাকা/কিলো 
বেগুন- ৮০ টাকা/ কিলো
পটল- ৪০ টাকা/ কিলো
ঝিঙে- ৬০ টাকা/ কিলো
ঢেঁড়স- ৫০ টাকা/ কিলো
কুমড়ো- ৩০ টাকা/ কিলো
টমেটো- ৮০ টাকা/ কিলো
পেঁপে- ৪০ টাকা/ কিলো
শসা- ৪০ টাকা/ কিলো
মটরশুঁটি- ৩০-৪০ টাকা/ কিলো
এঁচোড়- ৩০ টাকা/ কিলো
সিম- ২০০ টাকা/ কিলো
বাঁধাকপি- ৩০-৪০ টাকা/ কিলো
ফুলকপি- ২৫ টাকা/পিস
কাঁচালঙ্কা- ১২০ টাকা/ কিলো

ফল, সবজির পাশাপাশি  লাগামছাড়া হয়েছে ফুলের দামও। বৃষ্টির কারণে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণেই ফুলের এই চড়া দাম, এমনটাই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। 

আরও পড়ুন:  জলপাইগুড়ির পালপাড়ায় ঘরে ঘরে লক্ষ্মীর পট ও সরা তৈরির ব্যস্ততা

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39