ওয়েব ডেস্ক: এখনও অশান্ত মণিপুর (Manipur)। এই অস্থিরতার মাঝেই মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ তিনি প্রথমবারের মতো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করতে চলেছেন। সম্প্রতি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর এটি শাহর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, সেনা ও আধা-সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষ মণিপুরে স্থিতিশীলতা ব্যাহত করেছে। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিলেও সহিংসতা পুরোপুরি থামানো সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করেন এবং রাজ্যপাল অজয় কুমার ভল্লা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করেন। ১৯৫১ সালের পর থেকে মণিপুরে এটি প্রথম রাষ্ট্রপতি শাসন (President Rule)।
আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে মোদিকে খোঁচা ওমর আবদুল্লার
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যপাল ভল্লা সম্প্রতি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশিকা জারি করেছেন। তিনি বেআইনি অস্ত্র জমা দেওয়ার সময়সীমা ৬ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন। এর আগে, প্রায় ৩০০টি অস্ত্র নিরাপত্তা বাহিনীর হাতে জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ২৪৬টি ছিল মেইতেই গ্রুপ ‘অরামবাই টেঙ্গল’-এর কাছ থেকে।
রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আধা-সেনা বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনী একাধিক অভিযান চালিয়ে বহু দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।
দেখুন আরও খবর: