শ্রীনগর: অনন্তনাগে (Anantnag) এনকাউন্টার ষষ্ঠ দিনে পড়ল। সন্ত্রাসবাদীর পোড়া দেহ (Charred body) উদ্ধার। গত বুধবার থেকে সেখানে গুলির লড়াই চলছিল। সোমবার এক সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার হয়েছে। পোশাক দেখে নিরাপত্তারক্ষীরা নিশ্চিত করেছে সেটা সন্ত্রাসবাদীর দেহ।
সোমবার ভোর থেকে নতুন করে তল্লাশি অভিযান চলছে। ড্রোনের মাধ্যমে দেখতে পাওয়া দেহ উদ্ধারের চেষ্টা চলছে। রবিবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলেছে। তবে সোমবার কোনও গুলি চলার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ভারতীয় খাবার চেখে দেখতে বাজারে ঘুরছেন জাপানের রাষ্ট্রদূত
অনন্তনাগের অপারেশনে নিরাপত্তা বাহিনীর তিন আধিকারিকের প্রাণ গিয়েছে। ওই অভিযানে ব্যবহার করা হয়েছে নজরদারির জন্য উন্নত মানের প্রযুক্তি। ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্ণেল মনপ্রীত সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট মেজর আশিস ধনচাক, সৈনিক হুমায়ুন ভাটের ওই ঘটনায় মৃত্যু হয়েছে বুধবার।