Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsJP Nadda: হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য বিধায়কদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ...

JP Nadda: হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য বিধায়কদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ বিজেপি সভাপতি নাড্ডার

Follow Us :

কলকাতা: দলীয় বিধায়কদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁদের টার্গেট পূরণ করার উপরও জোর দিয়েছেন নাড্ডা। শুক্রবার ১৩ টি রাজ্যের ৮৩৬ জন বিধায়কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপি সভাপতি।

কলকাতায় বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন রাজ্যের বিজেপি বিধায়করা। সূত্রের খবর, স্বাধীনতার অমৃত মহোতসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বলা হয়, হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। বিধায়কদের এলাকার মানুষকে এ ব্যাপারে বোঝাতে হবে। ৯ অগাস্টের আগেই বিধায়কদের টার্গেট নির্দিষ্ট করে ফেলতে হবে।

আরও পড়ুন: Uttar Pradesh: হিন্দু দেব-দেবীর আপত্তিকর ছবি, ‘দ্য উইক’ ম্যাগাজিনের বিরুদ্ধে এফআইআর যোগীরাজ্যে

বিজেপি সভাপতি আরও জানান, ৯ থেকে ১১ অগাস্টের মদ্যে সোশাল মিডিয়ার মাধ্যমে ওই কর্মসূচির প্রচার চালাতে হবে। এছাড়া পোস্টার, হোর্ডিং লাগিয়ে এই কর্মসূচির হাওয়া তুলতে হবে। ১০ থেকে ১২ অগাস্ট পর্যন্ত তিনদিন বিধায়কদের নিজেদের এলাকায় যুবদের সাহায্য নিয়ে জাতীয় পতাকা সহকারে বাইক মিছিল করতে হবে। তার ছবি এবং বিবরণ সোশাল মিডিয়ায় আপলোড করারও নির্দেশ দেন নাড্ডা। এলাকায় মনীষীদের মূর্তি সাফাই করতে হবে। ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত সর্বত্র জাতীয় পতাকা তুলতে হবে। বিজেপি সভাপতির আরও নির্দেশ, যে সব রাজ্যে বিজেপি সরকারে নেই, সেই সব রাজ্যে স্কুল, কলেজে যোগাযোগ করে কর্মসূচি পালনের ব্যবস্থা করতে হবে। স্থানীয় সমাজসেবীদের সঙ্গে চা পানেরও পরামর্শ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে যাঁরা অনুপস্থিত, তাঁদের সম্পর্কে শুক্রবারই রিপোর্ট জমা দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular