Friday, July 4, 2025
Homeরাজ্যদলে এসো নয় জেলে যাও, বিজেপির প্রস্তাব নিয়ে বিস্ফোরক আপ নেত্রী
Atishi Marlena

দলে এসো নয় জেলে যাও, বিজেপির প্রস্তাব নিয়ে বিস্ফোরক আপ নেত্রী

রাজি না হলে একমাসের মধ্যে তাঁকে গ্রেফতার করবে ইডি!

Follow Us :

নয়াদিল্লি: মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অতিশী মারলেনা (Atishi Marlena)। তিনি জানালেন, রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে তাঁকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অতিশীর আরও দাবি, বিজেপিতে যোগ দিতে রাজি না হলে একমাসের মধ্যে তাঁকে গ্রেফতার করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে অতিশী জানান, তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের মারফত পদ্ম শিবিরের যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আপ নেত্রী বলেন, “প্রধানমন্ত্রী এবং বিজেপি মনোস্থির করে ফেলেছেন, তাঁরা আম আদমি পার্টি এবং তার নেতাদের চূর্ণ করে দিতে চান। বিজেপি আরও চারজন আপ নেতাকে গ্রেফতার করতে চায়, আমি, সৌরভ ভরদ্বাজ (Sourav Bharadwaj), রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠক।”

আরও পড়ুন: কেউ আইনের ঊর্ধ্বে নয়, রামদেবকে ভর্ৎসনা আদালতের

 

সোমবার ইডি দাবি করেছিল, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে অতিশী এবং ভরদ্বাজের নাম করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি জানায়, আপ সুপ্রিমো বলেছেন, বিজয় নায়ার তাঁর সঙ্গে যোগাযোগ করতেন না, করতেন অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে। আবগারি দুর্নীতি মামলায় আর এক অভিযুক্ত এই নায়ার এবং এখন তিনি হাজতে।

ইডির দাবি নিয়ে এদিন অতিশী বলেন, “গতকাল আদালতে ইডি আমার এবং সৌরভ ভরদ্বাজের নাম তুলেছে এমন একটি বক্তব্যের উপর ভিত্তি করে যা ইডি ও সিবিআইয়ের চার্জশিটে দেড় বছর ধরে রয়েছে। তাহলে এই বক্তব্য তুলে ধরার কারণ কী? কারণ হল, বিজেপি মনে করছে, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দ্র জৈন জেলে থাকলেও আপ একজোট এবং শক্তিশালী রয়েছে। তাই তারা আম আদমি পার্টির পরের সারির নেতাদের জেলে পাঠাতে চাইছে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39