Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
Heatwave

৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ আবহাওয়াবিদদের

Follow Us :

কলকাতা: তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। চলতি মাসের ৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর। মঙ্গলবার হাওয়া অফিস একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানিয়েছে। একইসঙ্গে এই ক’টা দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা জেলাতে এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি শুরু হয়েছে। শিল্পাঞ্চল শহর আসানসোলে মার্চের শেষে এবং এপ্রিলের প্রথমেই ৩৮ থেকে ৩৯ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। একই অবস্থা বাঁকুড়াতেও। সেখানে তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড হিটে নাভিশ্বাস জেলাবাসীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কম।

এদিকে চলতি মাসেই ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ভারতের বেশ কয়েকটি এলাকায় এই তিন মাস তীব্র তাপপ্রবাহ দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

আরও পড়ুন: চলতি মাসেই ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের ডাইরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা পরিলক্ষিত হবে এই তিন মাসে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের পশ্চিম দিকের সমুদ্র তীরবর্তী এলাকায়।

দেখুন আবার অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular