ধূপগুড়ি: রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন যুবক (Young Man Dharna)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এমনই এক ভিডিও। কে এই যুবক? খোঁজ খবর নিয়ে জানা গেল, পেশায় ওষুধ ব্যবসায়ী যুবক নবকুমার সেনের চারবছরের প্রেমের সম্পর্ক। চার বছর ধরে প্রেমের পর প্রেমিকা হঠাৎই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন নবকুমারের সঙ্গে। অনেকে টাকা পয়সা নিয়েছে প্রেমিকা, হয় বিয়ে করুক না হয় টাকা পয়সা ফিরিয়ে দিক, এমনই দাবিতে ধূপগুড়িতে (Dhupguri) প্রেমিকার বাড়ির বাইরে ধর্নায় বসেছেন নবকুমার।
জানা গিয়েছে, নবকুমার সেনের বাড়ি ধূপগুড়ি ব্লকেরই জোড়াপানি এলাকায়। তাঁর দাবি, চার বছর ধরে প্রেম করার পর হঠাৎ দু’দিন আগে থেকে তাঁর প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ফোনও বন্ধ। তাঁকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে প্রেমিকা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
নবকুমার বলেন, নানান সময়ে নানান উপহার, সোনাদানা কিনে দিতে অনেক টাকা-পয়সা খরচ করেছি, মেয়ের ভাইকে দোকান বানাতেও টাকা দিয়েছি। হয় টাকা-পয়সা ফেরত দিক, না হলে বিয়ে করুক। এই দাবিতেই তিনি প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেছেন। তাদের দুজনের বিভিন্ন ছবি প্ল্যাকার্ডে সেঁটে নবকুমার জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তার ধর্না চলবে। যদিও প্রেমিকা ও তার পরিবার এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নাভঙ্গের কথা বললেও নবকুমার নিজের অবস্থান থেকে অনড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর মন্তব্য।
আরও খবর দেখুন