কলকাতা: জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রাজস্থান রয়্যালস (RR) ম্যাচ হবে ইডেন গার্ডেন্সেই (Eden Gardens)। তবে ১৭ এপ্রিলের ওই ম্যাচ একদিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। সিএবি-র তরফে দুটি বিকল্পের কথা জানানো হয়েছিল, হয় একদিন এগিয়ে ১৬ এপ্রিল অথবা একদিন পিছিয়ে ১৮ এপ্রিল। বিসিসিআই জানায় “হ্যাঁ, সিএবি আমাদের জানিয়েছে যে স্থানীয় পুলিশ ম্যাচ অন্যদিনে করার কথা বলেছে, আমরা বিষয়টি দেখছি। নতুন তারিখ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে সিদ্ধান্ত নিতে দেরি করল না ভারতীয় বোর্ড।
ম্যাচ অন্য দিনে করার জন্য বিসিসিআইকে (BCCI) চিঠি দিয়ে অনুরোধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। কারণ হিসেবে জানানো হয়, ১৭ তারিখ রামনবমী রয়েছে, তা ছাড়া দু’দিন পরেই এ রাজ্যে প্রথম দফার নির্বাচন। কলকাতা পুলিশ (Kolkata Police) পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন: তুমুল বুউউ ধ্বনি, ওয়াংখেড়েতেও বিদ্রুপের শিকার হার্দিক
তার আগে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehashis Ganguly) চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছিল, “যেহেতু ক্রিকেট ম্যাচ এবং রামনবমী (Ram Navami) একই দিনে পড়েছে এবং নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থার একটা অংশ আগে থেকেই নিয়োজিত রয়েছে, তাই ১৭ এপ্রিলের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে না।”
সিএবি-র এক শীর্ষকর্তা এও বলেছিলেন, “আমরা ১৬ বা ১৮ এপ্রিল ম্যাচ করার প্রস্তাব দিয়েছি। যেটাই হোক, এটা কেকেআরের হোম ম্যাচ, খেলা হবে ইডেন গার্ডেন্সেই।” সেই অনুযায়ীই কাজ হল। তবে ইডেনেই ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ রয়েছে। ফলে সেই ম্যাচের একদিন পরেই মাঠে নামতে হবে শ্রেয়স আইয়ারদের।
দেখুন অন্য খবর: