skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশDelhi Police | সচেতনতার লক্ষ্যে দিল্লি পুলিশের পাশে ডেইলি হান্ট, ওয়ান ইন্ডিয়া 

Delhi Police | সচেতনতার লক্ষ্যে দিল্লি পুলিশের পাশে ডেইলি হান্ট, ওয়ান ইন্ডিয়া 

Follow Us :

নয়াদিল্লি: ডেইলিহান্ট, ভারতের প্রথম সারির আঞ্চলিক ভাষার সংবাদমাধ্যম এবং ওয়ানইন্ডিয়া, ভারতের এক নম্বর ডিজিটাল আঞ্চলিক পোর্টাল দিল্লি পুলিশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করল। দুই বছরের এই পার্টনারশিপের সময়, ডেইলিহান্ট এবং ওয়ানইন্ডিয়া দিল্লি পুলিশকে সাইবার নিরাপত্তা, নারী নিরাপত্তা, মাদকের অপব্যবহার সচেতনতা এবং এই ধরনের অন্যান্য সামাজিক সমস্যার বিষয়ে তাদের বহুল পরিমাণ প্রচারের সুবিধা দেবে। 

এই পার্টনারশিপের মাধ্যমে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে নিরবচ্ছিন্ন তথ্য পাবে সাধারণ মানুষ। ডেইলিহান্ট তার প্ল্যাটফর্মে দিল্লি পুলিশের প্রোফাইলে সক্রিয়ভাবে ভিডিও, শেয়ার কার্ড, তালিকা, লাইভ স্ট্রিম এবং আরও অনেক কিছু উদ্ভাবনী ফর্ম্যাটগুলি চালু করবে। এর মাধ্যমে জনগণের সঙ্গে আরও ভালো করে যোগাযোগ রাখতে পারবে দিল্লি পুলিশ। 

আরও পড়ুন: Lightning Strike in West Bengal | প্রাণঘাতী বজ্রপাতের পূর্বাভাস, কবে কবে জেনে নিন   

ইটার্নো ইনফোটেকের নির্বাহী পরিচালক রাভানান এন বলেছেন, “দিল্লি পুলিশকে আমাদের প্ল্যাটফর্মে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা আমাদের সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ। মিলিতভাবে আমরা দিল্লি পুলিশ এবং জনগণের মধ্যে বন্ধন নিবিড় করতে চাই। ডেইলিহান্ট এবং ওয়ান ইন্ডিয়ার নাগরিকদের ক্ষমতায়ন এবং নাগরিকদের নিরাপদ এবং আরও তথ্যসমৃদ্ধ সমাজের প্রতি আকৃষ্ট করবে। 

 

RELATED ARTICLES

Most Popular