skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeCurrent Newsদিল্লি ধর্ষণ-খুন কাণ্ডের তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

দিল্লি ধর্ষণ-খুন কাণ্ডের তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

Follow Us :

নয়াদিল্লি: বুধবার দিল্লি পুলিশ ৯ বছরের শিশু ধর্ষণ-খুনের তদন্ত ভার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করল৷ দিল্লি পুলিশের অফিসার চিন্ময় বিসওয়াল বলেন, পুরনো নাঙ্গল এলাকার ধর্ষণ-খুনের অভিযোগের তদন্তু ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে৷ তারা দ্রুত বৈজ্ঞানিক তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণ করবে৷

আরও পড়ুন- পকসো আইনের অপব্যবহার হচ্ছে, সংশোধনের প্রয়োজন মন্তব্য কলকাতা হাইকোর্টের

দিল্লি ক‌্যান্টনমেন্ট অঞ্চলের পুরোন নাঙ্গল এলাকার প্রান্তিক পরিবারের ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজধানী৷ কারণ¸ শুধু ধর্ষণ করে খুন নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে নির্যাতিতার দেহটি পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার আঁচ পৌঁছে গিয়েছে জাতীয় রাজনীতিতে। শুরু হয়েছে শাসক-বিরোধী তর্জা।

আরও পড়ুন- চতুর্থ স্তম্ভ: পেগাসাস, পাপড়ি চাট(04/08/2021)

বুধবার তৃণমূলের তরফে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন চার সাংসদ৷ নির্যাতিতার মা তাঁদের কাছে আর্জি জানান,’কিছুই চাই  না শুধু শাস্তি চাই। দোষীদের ফাঁসি চাই। আমি আজ যতটা কষ্ট পাচ্ছি, ওরাও যেন পায়।’ শিশুর মা’কে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘চিন্তা করবেন না, আপনাদের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন।’

আরও পড়ুন- মহরম,দুর্গাপুজোতেও করোনার বিধিনিষেধ থাকবে, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

এরআগে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল-কেজরি দু’জনেই৷

আরও পড়ুন- মাইকের ব্যবসার আড়ালে অস্ত্র তৈরির কারবার

গত রবিবার শশ্মানে ঠান্ডা জলের মেশিন থেকে জল আনতে গিয়েছিল ৯ বছরের দলিত মেয়েটি৷ দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পর মেয়েটি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় বাড়ির লোক৷ শুরু হয় খোঁজখবর৷ তবে রাতে শশ্মানের পুরোহিত মেয়েটির বাবা-মাকে ডেকে জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে মেয়েটি৷ অভিযোগ ওঠে, জোর করে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হয়৷ পরিবারের আরও অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় শিশুটিকে৷ প্রমাণ লোপাট করতে রাতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় ওই পুরোহিত-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ৷

আরও পড়ুন: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে খুলে যাবে রাম মন্দির

তার পর থেকে দিল্লির ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা৷ ঘটনায় লেগেছে রাজনীতির রঙ৷ শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে কংগ্রেস, আপ, তৃণমূল ও সিপিএম৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের নিরাপত্তা নিয়ে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট৷ কেন্দ্রকে বিঁধেছেন রাহুল গান্ধীও৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Chhattisgarh | বিজেপি শাসিত ছত্তিশগড়ে বিরাট দুর্নীতি! ধরা পড়ল অডিটে
00:00
Video thumbnail
Top News | বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
40:56
Video thumbnail
ECO ইন্ডিয়া | পরিবেশের ক্ষতির পরিণতি কী ?
26:01
Video thumbnail
T20 World Cup | মার্কিন মুলুকে কাপের শাপমোচন, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-রাহুলের
01:59
Video thumbnail
Kaustuv Ray | 'অপরাধের অপবাদ ঘুচল'
02:35
Video thumbnail
Raniganj | রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিং
01:26
Video thumbnail
Nadia | পর্যটন মানচিত্রে নদিয়াকে তুলে ধরার প্রয়াস
01:58
Video thumbnail
BJP | TMC | Arrest | অস্ত্র পাচারের অভিযোগে একযোগে গ্রেফতার বিজেপি- তৃণমূল নেতা
02:44
Video thumbnail
TMC | BJP | 'বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়' মুখ্যমন্ত্রীর মন্তব্যে কটাক্ষ বিজেপির
02:15
Video thumbnail
Nepal | আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল
02:17