skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollগৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে দলে নিলেন না শিন্ডে!
Maharashtra Assembly Elections

গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে দলে নিলেন না শিন্ডে!

জনরোষ আঁচ করেই পাঙ্গারকরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিন্ডে

Follow Us :

কলকাতা: জনরোষের চাপে পড়ে সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh) হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকরকে (Shrikant Pangarkar) দলে নিলেন না শিবসেনার (Shiv Sena) প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। দলের মধ্যে এই মর্মে নির্দেশিকাও জারি করেছেন তিনি।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুক্রবার একদা শিবসৈনিক পাঙ্গারকর শিন্ডের শিবসেনায় প্রত্যাবর্তন করেছিলেন। দলের বড় নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকরের উপস্থিতিতেই তাঁর দলে যোগ দেওয়ার ঘোষণা করা হয়। খোটকর জানান, পাঙ্গারকর শুধু প্রত্যাবর্তনই করেননি, জালনায় (Jalna) নির্বাচনী প্রচারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।

আরও পড়ুন: আসন রফায় শরদের দ্বারস্থ কংগ্রেস ও উদ্ধব-সেনা

এই ঘোষণার পরেই তুমুল আপত্তি ওঠে। সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্তের দলে নিয়োগ ভালো চোখে নেয়নি সাধারণ মানুষ। জনরোষ আঁচ করেই পাঙ্গারকরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিন্ডে।

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছিল নামী সাংবাদিক গৌরী লঙ্কেশকে। কর্নাটক পুলিশের তদন্তের পর একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই ছিলেন এই পাঙ্গারকর। এককালে জালনা পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অবিভক্ত শিবসেনার সদস্য ছিলেন। ২০১৮ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন তিনি, এ বছর ৪ সেপ্টেম্বর জামিন পান।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular