Friday, July 4, 2025
HomeScrollবন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! হুলস্থুল নেটপাড়ায়  
Social Media Outage

বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! হুলস্থুল নেটপাড়ায়  

বিপত্তির শুরু বুধবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ

Follow Us :

কলকাতা: বুধের রাতে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা পৃথিবীর মানুষ বুধবার রাতে হঠাৎই ‘আবিষ্কার’ করে, ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram), কিছুই চলছে না। কোনও পোস্টে কমেন্ট করলে তা পোস্ট হচ্ছে না। লাল রঙের সঙ্কেত দিয়ে ‘এরর’ বলা হচ্ছে। এই ঘটনায় স্বভাবতই ঘাবড়ে যান নেট দুনিয়ার বাসিন্দারা। প্রোফাইল হ্যাক হল নাকি এই চিন্তায় জেরবার। একটু পরেই জানা গেল, দুনিয়া জুড়েই চলছে এই সমস্যা।

আরও পড়ুন: ডিজিটাল প্রতারণা, ৫ ঘণ্টায় ১ লক্ষ ৪০ হাজার গায়েব

বিপত্তির শুরু বুধবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ। রাত ১২টা বেজে গেলেও তার সমাধান হয়নি। ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও মেসেজ আদান-প্রদানে গোলযোগ দেখা দেয়। কেউ কেউ ফেসবুকে লগ ইন করতে পারেননি। যাঁদের স্মার্টফোনে লগ ইন করাই থাকে তাঁরা কিছু পোস্ট করতে পারছিলেন না, কারও পোস্টে কমেন্ট করতে পারছিলেন না। কারও কারও আবার পুরনো পোস্ট ডিলিটও হয়ে যায়।

ব্রিটেন সহ ইউরোপের একাধিক দেশ, দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ, এশিয়া, অস্ট্রেলিয়ার মানুষ দুর্ভোগের মুখে পড়েন। তবে বৃহস্পতিবার সকাল (ভারতীয় সময়ানুযায়ী) থেকে আবার ঠিকঠাক কাজকর্ম করছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি। হাঁফ ছেড়ে বেঁচেছেন নেটপাড়ার বাসিন্দারা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39