কলকাতা: গত মঙ্গলবার (২ জুলাই) উত্তরপ্রদেশে হাথরসে (Hathras) ধর্মীয় সমাগম অনুষ্ঠানে (সৎসঙ্গ) হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২১ জনের। যাঁর অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনা সেই সূরয পাল সিং (Suraj Pal Singh) সেদিন থেকেই বেপাত্তা। স্বঘোষিত ধর্মগুরু নিজের নাম দিয়েছেন নারায়ণ সাকার হরি (Narayan Sakar Hari) আবার ভক্তমহলে ‘ভোলেবাবা’ নামে খ্যাত। আড়াল থেকেই নানা কথা বলছেন তিনি। এবার বললেন, হাথরসের ঘটনায় তিনি মনোকষ্টে ভুগছেন।
এক ভিডিও বার্তায় ভোলেবাবা বললেন, “ঘটনার পর আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন আমায় এই বেদনা সহ্য করার শক্তি দেন। দয়া করে সরকার এবং প্রশাসনের উপর আস্থা রাখুন। আমার বিশ্বাস আছে, যারাই এই কুকর্ম করেছে তারা কেউ ছাড় পাবে না। আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পাশে দাঁড়াতে বলেছি।”
আরও পড়ুন: হাথরসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল
এদিকে উত্তরপ্রদেশ পুলিশের (UP Police) এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে নাম থাকা দেবপ্রকাশ মধুকর (Dev Prakash Madhukar) শুক্রবার রাতে আত্মসমর্পণ করেছেন এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আজ শনিবার আদালতে তোলা হবে।
এদিকে এফআইআর-এ নাম নেই স্বয়ং ‘ভোলেবাবা’ নারায়ণ সরকার হরির। তবে তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ভোলেবাবার অতীতের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। যে সব শহরে তাঁর অপরাধের রেকর্ড থাকতে পারে সেখানে তদন্তকারী দল পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর: