ঝাড়খণ্ড: রাঁচিতে প্রতারণার শিকার এক যুবক। কুণাল কিশোর নামে ওই যুবক ইতিমধ্যে পুলশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তিনি কুণাল বলেন, ছয় মাস আগে একটি অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করি। সেই সময় ওই প্রতারণার শিকার হই। জাল আইডি কার্ড এবং নথি দেখিয়ে নিজেকে ভারতীয় সেনা অফিসার পরিচয় দেন। সেই অনুযায়ী আমাকে ভাড়া দেওয়ার অজুহাতে ৬১ হাজার টাকার প্রতারণা করে।
কুণালের আরও অভিযোগ, ওই ব্যক্তি আমার ফোন নম্বর চেয়েছিলেন। এরপর আমাকে একটি QR কোড পাঠান। তারপর, তিনি আমার আস্থা অর্জনের জন্য আমার অ্যাকাউন্টে ১ টাকা পাঠান। তারপরই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ রাজ্য ও কলকাতা পুলিশের
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস মন্ত্রকের একটি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশ জুড়ে ৯৩,০৮৩টি অভিযোগ জমা পড়েছে। যা ভারতে জালিয়াতির ক্ষেত্রে উদ্বেগজনক। টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ফোন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতোগুলি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৬০ হাজার ৭৩০টি অভিযোগ কল, ২৯ হাজার ৩২৫টি হোয়াটসঅ্যাপ এবং ৩ হাজার ০২৬টি এসএমএসের মাধ্যমে গৃহীত হয়েছে। সবচেয়ে বেশি অনুরোধ এসেছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে।