skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeদেশOmicron India: ২৪ ঘণ্টায় ভারতে ওমিক্রন আক্রান্ত ১৫৬, সংক্রমণ শীর্ষে দিল্লি!

Omicron India: ২৪ ঘণ্টায় ভারতে ওমিক্রন আক্রান্ত ১৫৬, সংক্রমণ শীর্ষে দিল্লি!

Follow Us :

নয়া দিল্লি: ওমিক্রন আক্রান্তের নিরিখে এ বার মহারাষ্ট্রকেও পিছনে ফেলে দিল দিল্লি। দেশে ওমিক্রনের সবথেকে বেশি সংক্রমণ এখন রাজধানী শহরে। রবিবার রাতেই গোটা দেশে ওমিক্রন আক্রান্ত সাড়ে ৫০০-র গণ্ডি ছাড়িয়ে যায়। সোমবার সকালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ওমিক্রন আক্রান্তে্র সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৮। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। ওমিক্রনের এটাই এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ইতিমধ্যে ওমিক্রন আক্রান্ত ১৫১জন সুস্থও হয়ে উঠেছেন।

স্বাস্থ্যমন্ত্রকের সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী, এ পর্যন্ত ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন। এর মধ্যে শুধু দিল্লিতেই ওমিক্রন সংক্রমিত ১৪২ জন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র, আক্রান্ত ১৪১ জন।

কেরালা, গুজরাত, রাজস্থান, তেলাঙ্গানা ও তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্ত যথাক্রমে ৫৭, ৪৯, ৪৩, ৪১ ও ৩৪ জন। এ ছাড়া কর্নাটকে আক্রান্ত ৩১ জন। মধ্যপ্রদেশে ওমিক্রন শনাক্ত হয়েছে ৯ জনের। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৬ জন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন। হরিয়ানা ও ওডিশায় ৪ জন করে আক্রান্ত। চণ্ডীগড় ও জম্মু-কাশ্মীরে ওমিক্রন আক্রান্ত ৩ জন করে। উত্তরপ্রদেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ২ জনের। একজন করে আক্রান্ত হিমাচল প্রদেশ, লাদাখ ও উত্তরাখণ্ডে।

আরও পড়ুন: Omicron World: ওমিক্রন কাঁটা, ক্রিসমাস উইকএন্ডে বাতিল প্রায় ৭ হাজার উড়ান

ভারতে সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩.৪৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৫,৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় ৬,৫৩১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। একদিনে মৃত্যু হয়েছে ৩১৫ করোনা রোগীর। সবমিলিয়ে দেশে কোভিড-মৃত্যু বেড়ে হয়েছে ৪.৭৯ লক্ষ। বিগত ৬০ দিন ধরে দেশে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নীচে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular