skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeদেশRepublic Day: সাধারণতন্ত্র দিবসে দেশে পুলিস পদক পাচ্ছেন ৯৩৯ জন

Republic Day: সাধারণতন্ত্র দিবসে দেশে পুলিস পদক পাচ্ছেন ৯৩৯ জন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এই বছর সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ৯৩৯ জনকে সম্মানিত করা হচ্ছে। এই ৯৩৯ জনের মধ্যে ১৮৯ জন বীরত্বের (Medal for Gallantry) জন্য পুরস্কৃত হবেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক পুরষ্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে।

এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে ১৮৯ জন বীরত্বের জন্য পুলিস পদক (Police Medals for Gallantry) পাবেন, তার মধ্যে ১৩৪ জন জম্বু ও কাশ্মীরের জঙ্গি দমনের ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ৪৭ জন উগ্রবামপন্থী প্রভাবিত এলাকায় (Left Wing Extremist affected areas) সাহসী পদক্ষেপের জন্য সম্মানিত পাচ্ছেন। উত্তর-পূর্বাঞ্চলেও একই কারণের জন্য পুরস্কৃত হবেন একজন।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাহসিকতার জন্য পুলিস পদক পাচ্ছেন ১১৫ জন। এই বছর এই সংখ্যা সর্বাধিক। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সিআরপিএফের ৩০ জন, ছত্তিশগড় পুলিসের ১০ জন, ওড়িশা পুলিসের ৯ জন এবং মহারাষ্ট্র পুলিসের ৭ জন।

আরও পড়ুন- Assembly Polls: চরণজিৎ চন্নি ‘থর’, রাহুল গান্ধী ‘হাল্ক’, পঞ্জাবের ভোট প্রচারে অ্যাভেঞ্জারস হাতিয়ার কংগ্রেসের

এছাড়া দমকলের ৪২ জন পদক ( Fire Service Medals ) পাচ্ছেন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে। তাঁদের মধ্যে একজন রাষ্ট্রপতির বিশেষ পদক পাবেন। বাকি আরও দু’জনকে বীরত্বের জন্য বিশেষ ফায়ার সার্ভিস পদক দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular