Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSC on Jahangirpuri: দিল্লি পুরসভার বেআইনি উচ্ছেদের মামালায় আজ শুনানি সুপ্রিম কোর্টে

SC on Jahangirpuri: দিল্লি পুরসভার বেআইনি উচ্ছেদের মামালায় আজ শুনানি সুপ্রিম কোর্টে

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির জাহাঙ্গিরপুরীতে বিজেপি শাসিত পুরসভার বেআইনি উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।বিচারপতি নাগেশ্বর রাওয়ের বেঞ্চে এই মামালার শুনানি হবে।

বুধাবার দিল্লি পুরসভার এই বেআইনি নির্মাণ উচ্ছেদে  স্থিতাবস্থার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরেও ৪ ঘণ্টা ধরে চলে এই কাজ। এক প্রকার শীর্ষ আদালতের নির্দেশকে উপেক্ষা করেই বিজেপি শাসিত ওই পুরসভার কর্তারা এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বাড়িগুলি।

প্রসঙ্গত, জাহাঙ্গিরপুরীর ঘটনায় জড়িত অভিযুক্তরাই সরকারি জমি দখল করে এই বাড়িগুলি বেআইনি ভাবে তৈরি করেছে বলে অভিযোগ দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা’র। এই অভিযোগ জানিয়ে তিনি চিঠি দেন পুরসভাকে।তার এই চিঠির পরেই উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (NDMC) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন SC on Jahangirpuri: জাহাঙ্গিরপুরীতে ২ সপ্তাহের জন্য উচ্ছেদ বন্ধের নির্দেশ শীর্ষ আদালতের

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular