নয়াদিল্লি: সংবিধানের প্রস্তাবনায় (Preamble of Constitution) বহাল রইল ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি। সংবিধানের ৪২তম সংশোধনীতে এই দুটি শব্দ অন্তর্ভুক্তির বিরুদ্ধে হওয়া মামলা করা হয়েছিল। সেই মামলা আজ সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের অভিমত, সংবিধানের প্রস্তাবনায় সংশোধন আনার ক্ষমতা সংসদের আছে। পরবর্তীকালে আনা সংশোধনী অতীতে তৈরি প্রস্তাবনায় সংসদের অন্তর্ভুক্তির ক্ষমতা নিয়ে মামলায় প্রশ্ন তোলা হয়। এত বছর বাদে ওই অন্তর্ভুক্তি খারিজ করা যায় না বলেও অভিমত আদালতের।
আরও পড়ুন: ২৬ নভেম্বর সংবিধান দিবস, সুপ্রিম কোর্টে বক্তব্য রাখবেন মোদি
উল্লেখ্য, জরুরি অবস্থা চলাকালীন অধিকাংশ বিরোধী নেতা যখন কারাবন্দি অথবা পলাতক, তখন সংসদের বিশেষ অধিবেশনে ওই শব্দ দুটির অন্তর্ভুক্তি করা হয়, তা নিয়েই প্রশ্ন ওঠে। সেই ৪২তম সংশোধনী সম্পর্কিত মামলার শুনানি শেষ হয় ২২ নভেম্বর। সোমবার রায়দান করল শীর্ষ আদালত। বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য আবেদনকারীদের প্রার্থনাও বেঞ্চ খারিজ করেছে।
প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যসভা সদস্য তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এবং বলরাম সিং ওই দুটি শব্দের অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানিয়ে মামলা করেন। উপাধ্যায়ের সওয়াল ছিল, জরুরি অবস্থা চলাকালীন যখন অধিকাংশ বিরোধী নেতা কারাগারে অথবা আত্মগোপন করে রয়েছেন, তখন সংবিধানের ওই ৪২তম সংশোধনী হয় যা অসাংবিধানিক। দ্বিতীয়ত, বিশেষ লোকসভার অধিবেশন ডেকে অভূতপূর্বভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অন্তর্ভুক্তির ফলে সংবিধানের মূল ভিত্তি বদলে দেওয়া গিয়েছে। অথচ এই ব্যাপারে রাজ্যগুলির অনুমোদন নেওয়া হয়নি।
দেখুন অন্য খবর: