Sunday, June 29, 2025
HomeScroll০.০০১ শতাংশ গাফিলতি হলেই… নিট দুর্নীতি নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?  
Supreme Court

০.০০১ শতাংশ গাফিলতি হলেই… নিট দুর্নীতি নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?  

পরীক্ষার্থীরা যে পরিমাণ পরিশ্রম করেন তা বিবেচনা করা উচিত

Follow Us :

নয়াদিল্লি: নিট দুর্নীতি কাণ্ড নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) সর্বোচ্চ ন্যায়ালয় সাফ জানিয়েছে, নিট-ইউজি ২০২৪ (NEET-UG 2024) পরীক্ষা পরিচালনায় ০.০০১ শতাংশ গাফিলতি হলেও ব্যবস্থা নিতে হবে। যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করে নিন। দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, এই সর্বভারতীয় পরীক্ষায় বসতে পরীক্ষার্থীরা যে পরিমাণ পরিশ্রম করেন তা বিবেচনা করা উচিত এবং সামান্যতম গাফিলতি হওয়া উচিত নয়।

আরও পড়ুন: ওয়েনাড ছাড়ছেন রাহুল, প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা

এদিন শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ (Justice Vikram Nath) এবং বিচারপতি এসভি ভাট্টির বেঞ্চে (SV Bhatti)। কেন্দ্রীয় সরকার এবং এনটিএ-র পক্ষের আইনজীবী যথাক্রমে কানু আগরওয়াল এবং বর্ধমান কৌশিককে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, কারও পক্ষ থেকে যদি ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে, তার যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বিচারপতি ভাট বলেন, “কল্পনা করুন কারচুপি করে কোনও একজন চিকিৎসক হয়েছে, সে তো সমাজের জন্য ভীষণভাবে বিপজ্জনক… এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নিতে ছাত্রছাত্রীরা কী পরিমাণ পরিশ্রম করেন তাও আমরা সবাই জানি।”

দেখুন খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39