নয়াদিল্লি: পৃথিবীর (World) ইতিহাসে ২০২৪ উষ্ণতম (Hottest) বছর হতে চলেছে। জুন মাস ছিল ইতিহাসে ঊষ্ণতম। ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ মনিটরিং সার্ভিস সোমবার এই তথ্য জানিয়েছে। প্রায় প্রতি মাসে অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধির ফলে এবছর হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ঊষ্ণ বছর। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত বছরের জুন থেকে এ পর্যন্ত ১৩ মাসের প্রতি মাসেই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তন এবং এল নিনো উভয়েই এই বছরের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় নিয়ে গিয়েছে। বিজ্ঞানী জেক হসফাদার বলেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ পর্যন্ত সবচেয়ে ঊষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৪। বিশ্বজুড়ে পরিবর্তিত জলবায়ু ভয়ানক পরিণতি ডেকে এনেছে। দিল্লিতে দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ চলেছে। গ্রিসেও গরমে অনেকের মৃত্যু হয়েছে। জলবায়ু বিজ্ঞানী ফ্রেডেরিক ওটোর মতে, এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা। এটি আসবে আর যাবে। আমরা এল নিনো রুখতে পারব না। তবে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা পোড়ানো বন্ধ করতে পারি।
আরও পড়ুন: মহিলার ওপর দিয়ে চলে গেল ট্রেন, বরাতজোরে বেঁচে গেলেন
আরও খবর দেখুন