কলকাতা: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। শিয়ালদহ শাখায় প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল (Local Trains Cancelled in Sealdah)। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল থাকবে একগুচ্ছ দূরপাল্লা ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদলের জন্য ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের।
২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বাতিল থাকছে সবথেকে বেশি সংখ্যক লোকাল ট্রেন (Local Trains)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই চারদিন শিয়ালদা-ডানকুনি শাখায় লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। সেইসঙ্গে বাতিল থাকবে একগুচ্ছ মেল বা এক্সপ্রেস। এছাড়া বেশ কিছু দূরপাল্লা ট্রেনের যাত্রাপথ দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হছে। একই সঙ্গে বেশ কিছু দূরপাল্লা ট্রেন শিয়ালদহের বদলে ছাড়বে হাওড়া দিয়ে। প্রায় ৯৫ বছর আগে তৈরি দমদম-ডানকুনি শাখার বালিঘাট এবং বালিহল্টের রেল ওভার ব্রিজের স্টিল গার্ডা। ব্রিজের গার্ডারের অবস্থা ভালো নয়। দমদম-ডানকুনি শাখার (Sealdah Dankuni Section Cancelled) বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার পরিবর্তন করা হবে। তাই জরুরি ভিত্তিতে ব্রিজের ‘স্বাস্থ্য’ উন্নতির কাজ করা হবে। লাগবে ১০০ ঘণ্টা। ২২ জানুয়ারি রাত ১২ টা থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত কাজ চলবে। রেলের তরফে দাবি করা হয়েছে, ব্রিজ সংস্কারের ফলে ওই অংশে ট্রেনের গতিও বাড়বে। যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাতিল থাকছে…
শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 32231, 32232, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252 শিয়ালদহ-বারুইপাড়া: আপ 32411, 32413, ডাউন 32412, 32414। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ 31317, 31333, 31339, ডাউন 31318, 31332, 31338। শিয়ালদহ-মধ্যমগ্রাম: আপ 33421, ডাউন 33422। শিয়ালদহ-বর্ধমান: আপ 31151, ডাউন 31152। শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411, ডাউন 33412। শিয়ালদহ-দত্তপুকুর: আপ 33621, ডাউন 33628। নৈহাটি-ব্যান্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557, ডাউন 37538, 37540, 37548, 37535, 37556, 37558। ২৭ তারিখ সোমবার বাতিল থাকছে শিয়ালদহ-ডানকুনি আপ 32211, 32213, ডাউন 32212, 32214।
দূরপাল্লা ট্রেন বাতিলের তালিকাঃ
২১ জানুয়ারি: 12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস
২২ জানুয়ারি: 13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস, 13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।
আরও পড়ুন: ব্যারাকপুরে শুট আউট, গুরুতর আহত যুবক
২৩ জানুয়ারিঃ
· 13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস
· 13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
· 13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস
· 13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস
· 15234 দারভাঙ্গা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস
· 15233 কলকাতা-দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস
· 13177 শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস
· 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেস
· 12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস
· 12360 পাটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস
· 12363 কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
· 12383 শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস
· 12384 আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
২৬ জানুয়ারি:
· 13179 শিয়ালদহ-সিউরি এক্সপ্রেস
· 13180 সিউরি-শিয়ালদহ এক্সপ্রেস
· 13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
· 12364 হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস
২৭ জানুয়ারিঃ
· 13180 সিউরি-শিয়ালদহ এক্সপ্রেস
· 12360 পাটনা-কলকাতা গরীব রথ এক্সপ্রেস
· 13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস
অন্য খবর দেখুন