কলকাতা: মহাকাশের গভীরে গিয়ে বিভিন্ন বিষয়ের উপর অনুসন্ধান চালায় NASA-র হাবল স্পেস টেলিস্কোপ। সম্প্রতি এই টেলিস্কোপের লেন্সে এমন এক দৃশ্য ধরা পড়ল, যা অবাক করেছে বিজ্ঞানীদের। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের বাইরের দিকে একটি চমকপ্রদ মহাজাগতিক নৃত্যকে লেন্সবন্দি করেছে এই অত্যাধুনিক টেলিস্কোপ। আসল ঘটনাটি হল, একটি বৃহদাকাক মহাজাগতিক মেঘ আকাশগঙ্গা ছায়াপথের সংস্পর্শে এসেছে। তারপরই নাকি ওই মেঘের আকৃতির পরিবর্তন হয়েছে। আকাশগঙ্গা যেভাবে ওই মেঘের বেশিরভাগ অংশকে নিজের দিকে টেনে নিয়েছে, সেই দৃশ্যটিকে একটি মহাজাগতিক নৃত্যের সঙ্গে তুলনা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আরও পড়ুন: ক্যানসার সারাবে ন্যানো রোবট! সুইডেনে যুগান্তকারী আবিষ্কার
এই মহাজাগতিক দৃশ্যের বর্ণনা দিয়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষক অ্যান্ড্রু ফক্স বলেন, “আমি আকাশ গঙ্গা ছায়াপথের এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছি।” আসলে এখানে মহাজাগতিক দৃশ্যের কারণ হল ‘র্যাম চাপ’, যা যেকোনও ছায়াপথের চারপাশে তৈরি হয়। এই চাপই আকাশ গঙ্গার চারপাশে তৈরি হয়েছে এবং সেটি ওই মহাজাগতিক মেঘকে আকর্ষিত করে নিয়েছে। কিন্তু এই মহাজাগতিক মেঘ কি জানেন! আসলে এই ধরণের মেঘ তখন তৈরি হয়, যখন একটি ছায়াপথের মাঝের আকর্ষণ বল কমে আসে। যদিও বিজ্ঞানীরা মনে করেন এই মহাজাগতিক মেঘের সম্পূর্ণ অস্ত্বিত্ব ধ্বংস হয়ে যাবে না। এটি আস্তে আস্তে সক্রিয় ছায়াপথের সঙ্গে মিশে যাবে। সেই কারণে এই ঘটনাকে মহাজাগতিক নৃত্যের সঙ্গে তুলনা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
দেখুন আরও খবর: