কলকাতা: মেটার বিরুদ্ধে এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বেআইনিভাবে তাঁর ফেসবুকের বায়ো বদলের অভিযোগ তুলেছেন অভিষেক মেটার বিরুদ্ধে। আর যার জেরে এবার মেটা প্ল্যাটফর্মকে আইনি চিঠি দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: বাজেটে ৫০% মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ: চন্দ্রিমা ভট্টাচার্য
কীভাবে তাঁর অনুমতি ছাড়া ভেরিফায়েড অ্যাকাউন্টকে নিজেদের হেফাজতে নিয়ে মেটা সেই অ্যাকাউন্টের বায়ো বদল করতে পারে এই অভিযোগ তুলে এবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বন্দোপাধ্যায়ে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর বায়ো বদল করা হয়েছে। যেই ফেসবুক পেজের মাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের জনসংযোগ জারি রাখেন। শুধুতাই নয়, পেজটি যথেষ্ট একটিভ, আর যার ফলোয়ার সংখ্যাও বহু। সেই ফেসবুক পেজের বায়ো যেখানে তাঁর এবং তাঁর দল সমন্ধে লেখা ছিল সেই বায়ো উধাও! বায়োতে স্পষ্টভাবে লেখা ছিল তিনি ‘ অল ইন্দিয়া তৃণমূল কংগ্রেস’ এর কর্মী। কিন্তু সকাল থেকেই দেখা যায় সেই ‘ অল ইন্দিয়া তৃণমূল কংগ্রেস’ লেখাটা আর নেই, তা উধাও। আর যা নিয়েই সরব হন অভিষেক বন্দোপাধ্যায়। মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করেন তিনি, এবং তাদের আইনি চিঠি পাঠান।
দেখুন অন্য খবর